কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজান দিতে গিয়ে মসজিদে মুয়াজ্জেমের মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের মুয়াজ্জেম মোঃ সাহেব আলী (৬৫) আজান দিতে গিয়ে মসজিদে হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মৃত মোয়াজ্জেম উল্লেখিত মসজিদের মুয়াজ্জেম এবং একই সাথে ওয়াক্তি নামাজ পড়াতেন পাশাপাশি তিনি একজন খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষকও ছিলেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |