কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজান দিতে গিয়ে মসজিদে মুয়াজ্জেমের মৃত্যু
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 26 October, 2024, 9:16 PM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজান দিতে গিয়ে মসজিদে মুয়াজ্জেমের মৃত্যু
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের মুয়াজ্জেম মোঃ সাহেব আলী (৬৫) আজান দিতে গিয়ে মসজিদে হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ অক্টোবর শুক্রবার, এশার নামাজের আযান দেয়ার সময়। মৃত মুয়াজ্জেম মোঃ সাহেব আলী রায়গঞ্জ ইউনিয়নের বাঙ্গালীর বস, সরকার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি হার্টের রোগী ছিলেন। এর আগেও একবার হার্ট অ্যাটাক করেছিলেন।
জানা যায়, মৃত মোয়াজ্জেম উল্লেখিত মসজিদের মুয়াজ্জেম এবং একই সাথে ওয়াক্তি নামাজ পড়াতেন পাশাপাশি তিনি একজন খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষকও ছিলেন।
নিজ এলাকার মানুষজন তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিত ব্যক্তি হিসেবে মনে করেন। অনেকেই বলেন, তিনি তার জীবনের প্রতিটি মূহুর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং একজন ভালো মানুষ ছিলেন।