ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৬ কার্তিক ১৪৩১
কুর্মিটোলায় '৭ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট' সমাপ্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2024, 6:19 PM

কুর্মিটোলায় '৭ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট' সমাপ্ত

কুর্মিটোলায় '৭ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট' সমাপ্ত

২৩-২৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত তিন দিন ব্যাপী ‘৭ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট  ২০২৪’ কুর্মিটোলা গলফ কোর্সে গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে।

কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে ক্লাব ভবনের ব্যাংকুয়েট হল’এ বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও ‘ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), ড্যাফোডিল ফ্যামিলির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উক্ত টূর্নামেন্টেকুর্মিটোলা গলফ ক্লাবের  দেশী/বিদেশী সদস্যগনসহ দেশের সকল গলফ ক্রাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।  

টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুলহক মিয়া (অবঃ) চ্যাম্পিয়ন ও ইহসান মোহাম্মদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। আর লেডিস উইনার হন মিসেস শায়লা পারভিন। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status