ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৬ কার্তিক ১৪৩১
বুশরা বিবি তো কারামুক্ত হলেন, ইমরান খান মুক্তি পাবেন কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2024, 3:43 PM

বুশরা বিবি তো কারামুক্ত হলেন, ইমরান খান মুক্তি পাবেন কি

বুশরা বিবি তো কারামুক্ত হলেন, ইমরান খান মুক্তি পাবেন কি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার সঙ্গে সম্পর্কিত এক মামলায় জামিন পাওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে, গত ৯ মাস কারাগারে ছিলেন বুশরা।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুশরা বিবির মুক্তি কারাগারে থাকা ইমরান খান ও তার পরিবারের জন্য একটি বড় আইনি স্বস্তি। গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বুশরাকে মুক্তি দেওয়া হলেও একই কারাগারে এখনো বন্দি রয়েছেন ইমরান খান। 

স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, বুশরা বিবিকে দুটি সাদা এসইউভিতে করে জেল থেকে নিয়ে আসার সময় ইমরান খানের কিছু সমর্থক তার গাড়ির ওপর গোলাপের পাপড়ি নিক্ষেপ করছেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুশরা বিবিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছে। এতে লেখা হয়েছে, ‘বুশরা বিবিকে স্বাগত জানাই! জেলে থাকাকালীন আপনি অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন।’ 

উল্লেখ্য, বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে ইমরান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তারা বিয়ে করেছিলেন।

স্ত্রীর আধ্যাত্মিকতা নিয়ে প্রায় সময়ই কথা বলেন ইমরান খান। দাবি করেন, বুশরা বিবি ইসলামের একটি রহস্যময় রূপ সুফিবাদ দ্বারা প্রভাবিত। তিনি সাধারণ মানুষের আড়ালে থাকতেই পছন্দ করেন। একটি টেলিভিশন সাক্ষাৎকার ছাড়া পাকিস্তানের কোনো মাধ্যমেই তার উপস্থিতি দেখা যায়নি।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status