শীতল আবহাওয়ায় ফ্রিজের তাপমাত্রা কেমন হলে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে থাকবে
নতুন সময় ডেস্ক
|
এখন চলছে অক্টোবর মাস। আর কিছুদিন পরই শীত। যদিও শীত আসার আগে তার আমেজ পাওয়া যাচ্ছে এখন থেকেই, সকালে একটু ঠান্ডাও পড়ছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আসে। সেই পরিবর্তন দেখা দেয় ঘরের জিনিসপত্রেও। এর মধ্যে অন্যতম রেফ্রিজারেটর বা ফ্রিজ। আবার শীতকালে খাদ্য সংরক্ষণে সমস্যা কিছুটা কম। এক্ষেত্রে ফ্রিজের সঠিক তাপমাত্রায় রাখতে হবে, এতে বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে থাকবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |