যে তালিকায় কোহলি-সূর্যকুমারকে ছাড়িয়ে শীর্ষে সিকান্দার রাজা
নতুন সময় ডেস্ক
|
জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা চলে সিকান্দার রাজাকে। আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, সিকান্দার রাজাই যেন মনে করাচ্ছেন জিম্বাবুয়ের নামটা। গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেয়া এক ম্যাচেও রাজাই ছিলেন নায়ক হয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। সেটাই ভাঙলো গতকাল জিম্বাবুয়ে অধিনায়কের ব্যাটে ভর করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |