গুগল ম্যাপে নিজের অবস্থান জানাবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
চলাচলের সময় নিরাপত্তাসহ নানা প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর প্রয়োজন হয়। এমনকি সন্তানের অবস্থান জানতেও অভিভাবকেরা গুগল ম্যাপের এই 'লাইভ লোকেশন' সুবিধা ব্যবহার করেন। সাধারণত গুগল ম্যাপে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজেই শেয়ার করা যায়। দেখে নেওয়া যাক, কীভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়। প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লোকেশন জানানোর কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে। সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে। এছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |