চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
মোঃ লাভলু,চৌদ্দগ্রাম
|
![]() চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো: মিলন জানান, শুক্রবার সকালে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়ির ঘরের কাজের মিস্ত্রির সাথে কথা বলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গুনবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের উপর দিয়ে হেটে রাস্তা পার হচ্ছিল। এসময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, 'সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি'। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |