ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
মোঃ লাভলু,চৌদ্দগ্রাম
প্রকাশ: Saturday, 5 October, 2024, 1:04 PM

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন নিহতের ফুপা মাস্টার মিলন হোসেন। শুক্রবার ( ৪ অক্টোবর) সকাল পৌনে এগারোটায় গুণবতী রেলষ্টেশন এলাকায় এদুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো: মিলন জানান, শুক্রবার সকালে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়ির ঘরের কাজের মিস্ত্রির সাথে কথা বলে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গুনবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি  দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের উপর দিয়ে হেটে রাস্তা পার হচ্ছিল। এসময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গুনবতী রেলস্টেশন মাষ্টার শেখ আনোয়ার হোসেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০.৪৪ মিনিটে গুনবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০.৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০.৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এসময় স্টেশন থেকে একটু দুরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে। 
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, 'সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status