নোয়াখালীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মীসভা
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Saturday, 5 October, 2024, 12:54 PM
নোয়াখালীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মীসভা
নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা মূলক একটি যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক সালা উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ।জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন।জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, সিনিয়র সহ সভাপতি সাহেদ উদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ জেলা উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে মাইজদী নোয়া কনভেনশন হলে অতিথিদের বক্তব্যে বলেন, শেখ হাসিনার পতন ছাত্র-জনতার বিজয়ের প্রথম অর্জন। এখন প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করে প্রশাসনকে নির্বাচনমুখী করতে হবে। ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে হলে রাজনৈতিক দলের সরকার গঠন করা অতিব জরুরি। মনে রাখতে হবে ক্ষমতা পেয়ে অহংকার করলে হবে না। কারণ শেখ হাসিনার অহংকারের কারণেই দেশের আজ এই অবস্থা। তাই আমাদের নেতাকর্মীদেরকে সঠিক পথে কাজ করতে হবে। যারা দলীয় বাহিরের কাজ করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।