নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী ছাত্র-ছাত্রী, বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকার সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ভুক্তভোগী ছাত্র-ছাত্রী সহ সচেতন মহল ও অভিভাবকবৃন্দরা লম্পট প্রধান শিক্ষক দিদারুল আলমের বিদ্যালয়ের নানা অপকর্ম ও কুকীর্তি তুলে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, যে প্রধান শিক্ষক নিজ ক্লাসে আমাদের গায়ে খারাপ ভাবে হাত দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের অভিভাবকদের কে গভীর রাতে ফোন কল দেওয়া ছাড়াও তিনি বিদ্যালয়ের অর্থনৈতিক দুর্নীতি ও লুটপাট করেছেন। আমরা বিগত দিনে এটার প্রতিবাদ করতে গেলে পুলিশ ও সাবেক এমপির ভয় দেখাতেন ও হয়রানি করতেন। তাই দ্রুত এই প্রধান শিক্ষক দিদারুল আলমের বিচার ও বহিষ্কারের দাবি সহ মানববন্ধন থেকে বলা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক জাহাঙ্গীর আলম, আবুল খায়ের, দলিলুর রহমান দুলাল, নজির আহমেদ, প্রাক্তন ছাত্র মহসীন, জাবেদ হোসেন, তারেক আজিজ, জুয়েল, মামুন, জাবেদ, রিয়াজ, সিয়াম, সাহাদাত হোসেন রনি সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |