পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটি ঘোষণা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 6:14 PM
পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটি ঘোষণা
চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস এলাকায় তাঁরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সড়ক ব্যাবহারকারি যাত্রীরা।
বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এর মধ্যে, ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, 'প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশির ভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিলেও বঞ্চিত পুরুষ শ্রমিকরা।
মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে থাকেন। তাই কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করার অভিযোগ করেন শ্রমিকরা। বিক্ষোভে অংশ নেয় সুবিধা বঞ্চিত নারি শ্রমিকরাও।
বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে আহ্বান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোড়া শুরু করেন।
ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশির ভাগই বাসায় চলে যান। এতে কয়েকজন শ্রমিক আহত হয়ে তাজউদ্দীন আহমেদ হাসপাতাল-সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে তাৎক্ষণিক আহত শ্রমিকদের নাম পরিচয় জানাতে পারেননি তাঁরা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম মুঠোফোনে বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেছেন। সকাল থেকে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।