পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন ৬ জন
নতুন সময় প্রতিবেদক
|
পুলিশের শীর্ষ পর্যায়ের ৬ জন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে গতকাল। তাদেরকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) প্রদান করা হয়েছে। এ ব্যাপারে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতির কথা বলা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোঃ আলমগীর আলম, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোঃ মতিউর রহমান শেখ, এসবি এর ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদ, রাজশাহী সারদা পুলিশ একাডেমির ডিআইজি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং এসবি'র অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোঃ শাহ আলম। উল্লেখ্য, সরকারি চাকরির মেয়াদ শেষে ৩ অক্টোবর অবসরে যাচ্ছেন শাহ আলম। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |