ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ও গ্লোবাল ল থিংকার্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 4:56 PM

যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ও গ্লোবাল ল থিংকার্স

যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ও গ্লোবাল ল থিংকার্স

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) জলবায়ু সংকট মোকাবিলা, তরুণ নেতৃত্ব তৈরি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে (এসডিজি) যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করে। গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) ঢাকার আশুলিয়ায় বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।

এই উদ্যোগের মাধ্যমে বিশ^ব্যাপি ক্রমবর্ধমান জলবায়ু সমস্যা, ক্ষয়-ক্ষতির হিসাব ও সমস্যা নিরসনে অর্থায়নের জন্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে ডিআইইউ ও জিএলটিএস। এই কাজের অংশ হিসেবে বিশ^ব্যাপি দেশ ও সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক কাজের অগ্রগতির জন্য তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য মনোনিবেশ করবে। এছাড়া, ড্যাফোডিল ও জিএলটিএস আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কোপ২৯- সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত আলোচনা মে  অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে।

এই চুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের নেতৃত্ত্বকে কাজে লাগিয়ে জলবায়ু সংক্রান্ত যৌথ গবেষণা, কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফোরামে সক্রিয় অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ডিআইইউ ও জিএলটিএস। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্যা ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর কোপ এবং এসবি সম্মেলনকে সফল করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি- জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকরী নীতি ও পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর ব্যাপারে একমত হয় প্রতিষ্ঠান/সংস্থা দুইটি। তাছাড়া জলবায়ু পরিবর্তনে বৈশি^ক লক্ষ্য পূরণের পাশাপাশি এ খাতে বাংলাদেশের বড় ধরনের অবদান বা কার্যক্রম পরিচালনা করা হবে এ  চুক্তির আওতাও।

এ ব্যাপারে জিএলটিএস প্রেসিডেন্ট রাওমান স্মিতা বলেন, ‘তরুণদের মধ্যে নেতৃত্ত্ব সৃষ্টির পাশাপাশি বিশে^র জলবায়ু সংকট নিরসনে যৌথভাবে ড্যাফোডিলের সঙ্গে কাজ করা হবে এই চুক্তির মাধ্যমে। আমরা একসাথে জলবায়ু খাতে অর্থায়ন, বিচার-ব্যবস্থা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো।’

এসময় ডিআইইউ রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলি বলেন, ‘জলবায়ু সংকট নিরসনে বিশ^বিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনেক। এক্ষেত্রে ড্যাফোডিল অবশ্যই নিজেদের প্রতিশ্রুতির জায়গায় অবিচল থাকবে। আমাদের শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে বিশ^ব্যাপি তরুণদের মধ্যে সচেতনতা ও নেতৃত্ত্বের জায়গা তৈরি হবে।’

ড. মো. নাদির বিন আলি ও রাওমান স্মিতা ছাড়াও ডিআইইউ’র রিসার্চ ডিভিশনের পরিচালক ড. মাহফুজা পারভিন এবং জিএলটিএসের জেনারেল সেক্রেটারি আহসানুল আলম জন নিজ নিজ প্রতিষ্ঠান/সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ডিআইইউ’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারি অধ্যাপক খালিদ মো. বাহাউদ্দিন এবং ইউনিভার্সিটি র‌্যাংকিং সেলের (ইউআরসি) ডেপুটি ডিরেক্টর মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status