ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে ছাত্রদল: নাছির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 October, 2024, 4:36 PM

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে ছাত্রদল: নাছির

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে ছাত্রদল: নাছির

গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

মঙ্গলবার (১ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংগঠনিক সফরকালে ‘রাজনীতিবিমুখ’ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে এ মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগ ছাত্র রাজনীতিকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কলুষিত করেছে। যা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করেছে। অভিযোগ করে নাছির বলেন, এতগুলো মানুষকে গণহত্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। তাদেরকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। 

নাছির বলেন, কলেজপর্যায়ে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিকে ছাত্ররাজনীতির মানদণ্ড হিসেবে ধরে নিয়ে রাজনীতিবিমুখ হচ্ছে। 

রাজনীতিবিমুখ শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীরা ছাত্রদলের পরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকবে বলে নিজেদের মতামত ব্যক্ত করেন। 

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব। ছাত্রদল অতীতের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আস্থার সঙ্গে কাজ করবে।
ঝালকাঠি জেলা সফর শেষে তিনি মঙ্গলবার বরিশাল বিভাগের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা শোনেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের আগামীর প্রত্যাশা জানতে চান। নারীরা রাজনীতিতে আসতে বাধা-বিপত্তি জানতে চাওয়া হয়। নারী শিক্ষার্থীদের সুস্থধারার ছাত্র রাজনীতি নিশ্চিতের আশ্বাস দেন ছাত্রদল সাধারণ সম্পাদক। 

বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনীতি নিয়ে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status