'মর্যাদাপূর্ণ বার্ধক্য:বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ''এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস -২০২৪ উদযান করা হয়েছে।
আজ মঙ্গলবার ১ (অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কবির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল কাইয়ুম,উপজেলা নির্বাহী কর্মকাতা মঠবাড়িয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঠবাড়িয়া,মোঃ নাসির উদ্দিন, সহকারী মহা ব্যবস্থাপক বরিশাল জোন,মোঃ জাহাঙ্গীর হোসেন,এরিয়া ম্যানেজার,মঠবাড়িয়া,সুরাজ দাস,এরিয়া ম্যানেজার,ভান্ডারিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকগন। উল্লেখ্য যে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহীত হয় এবং ১৯৯১ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।