ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
গাজীপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মো .মাসুদ রানা ,গাজীপুর
প্রকাশ: Tuesday, 1 October, 2024, 5:36 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 1 October, 2024, 5:39 PM

গাজীপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন স্থ’ানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার(১অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের সভাপতিতে বক্তব্য রাখেন, স্থ’ানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহাম্মেদ,  মজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রিন্ট মিডিয়ার সভাপতি শরিফ আহাম্মেদ শামীম,গাজীপুর সাংবাদিক ্ঐক্য ফোরামের সদস্য সচিব মো:মাসুদ রানা, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপ¯ি’ত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status