শেরপুরে ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
মেহেদী হাসান শামীম,শেরপুর
|
শেরপুরের শ্রীবরদীতে মো. শহিদ মিয়া (১৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশে একটি ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শহিদ মিয়া পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |