শিক্ষার আলো ছড়ানো বাংলেদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এবার দাঁড়াল বন্যার্তের পাশে
সিন্ধা আখি
প্রকাশ: Monday, 30 September, 2024, 9:58 PM
সরকার পতনের পর হঠাৎ পানিবন্দি হয়ে পড়ে নোয়াখালীর সাধারন মানুষেরা । সে বন্যার পানি যত কমে আসছে ততই ফুটে উঠছে ক্ষতির চিন্হ । শিক্ষার আলো ছড়ানো বাংলেদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এবার দাঁড়াল বন্যার্তের পাশে । এবার তারা মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল বন্যাদুর্গত মানুষের পাশে। সংগঠনটির নাম বাংলেদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন যারা শিক্ষা ও মানবিকতার ফুল ফোটায়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীসহ আশপাশ এলাকায় অসহায় মানুষের সহায়তায় সরব বাংলাদেশের শিক্ষয় সংগঠন বাংলেদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন। ফেনীর সোনাগাছী, নোয়খালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ শিক্ষার্থীর হাতে বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে। ১২০টি স্কুলের মাঝে নগদ ৫ হাজার করে ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ হাজার করে অর্থ প্রদান করে । উক্ত মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপমা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, সারাদেশে হাজার হাজার কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক পক্ষ স্ব উদ্যোগে বেকারত্ব ঘোচাতে লাখো-লাখো শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।সরকার শিক্ষিত তরুণ যুবকদের বেকারত্ব সমস্যা সমাধান না করে লাখো-লাখো শিক্ষার্থীর জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ সহ বিকল্প ব্যবস্থা না করে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ঢালাওভাবে বন্ধ করার পায়তারা হিসেবে সর্বশেষ এবছর একটি বিধিমালা জারি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বন্ধ করে দেয়ার ঘৃণ্য প্রচেষ্টার এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি এবং এই প্রজ্ঞাপনের আলোকে আমরা কোন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন করবো না বলে ঘোষণা দিচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসোসিয়েশনে মহাসচিব জয়নাল আবেদীন জয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস এর কাছে আমরা প্রত্যাশা রাখি দেশের স্বার্থে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সহজ শর্তে রেজিষ্ট্রেশন এর সুযোগ দিতে হবে। এতে করে লাখো শিক্ষিত বেকারের বেকারত্ব দূর হবে। নাজমুল হাসান দীপুর সঞ্চালনায় সভার সভাপতি ও উপমা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক রহিম উল্যাহ চৌধুরী বলেন, বিগত বছর গুলোতে সরকারের হটকারি সিদ্ধান্তে ও মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দূর্যোগে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ক্ষতির সম্মুখিন হয়। অথচ সরকার কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর্মরত লাখো শিক্ষিত যুবক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তেমন কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি, এসময় দেশের সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার জাতীয় ও আন্তর্জাতিক চাপ সইতে না পেরেও সরকারি বই ও প্রতিষ্ঠানের নামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ছাড়া কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয়নি। বরং সময়ে সময়ে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেতৃবৃন্দ আপনারা আগে যেমন সোচ্চার ছিলেন আগামীতেও সোচ্চার থেকে বাস্তবতার আলোকে আন্তরিক ভূমিকা রাখেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুন্নবী, সিনিয়র যুগ্ন-মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রুনু, অর্থ সচিব মোঃ নাসিম, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সচিব মোঃ হায়দারুল ইসলাম, সহ-ত্রাণ ও পূণর্বাসন সচিব মোঃ এরশাদ হোসেন, তথ্য ও যোগাযোগ সচিব আলী আকবর রুমেল, সহ সমাজ কল্যাণ সচিব মোঃ সিদ্দিকুল ইসলাম, সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিশন এর সহ-সভাপতি যদু লাল সাহা, মোঃ আকবর হোসেন ও মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গাজী ওবায়দুল হক রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আজগর হোসাইন আতিক, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস ভুইয়া, নির্বাহী সদস্য মো. জামাল উদ্দিন, শান্ত চক্রবর্তীসহ বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিচালক-প্রধান শিক্ষকবৃন্দ।গত শুক্রবার বিকেলে সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের তরুণ, যুবক,স্বেচ্ছাসেবক বৃন্দ।