ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
একাই দুই স্কুলে শিক্ষকতা করার অভিযোগ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 30 September, 2024, 9:49 PM

একাই দুই স্কুলে শিক্ষকতা করার অভিযোগ

একাই দুই স্কুলে শিক্ষকতা করার অভিযোগ

বেসরকারি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০২১ এর ১১.১৭ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের রাজু আহমেদ নামের এক শিক্ষক একই সময়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করে একটিতে এমপিও সুবিধা এবং অপরটিতে অভ্যন্তরীণ বেতন ভাতা উত্তোলন করার  অভিযোগ উঠেছে।

গত ২৩ সেপ্টেম্বর সোমবার কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আশরাফি বিনতে ইসলাম কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, রিভার ভিউ হাই স্কুলের শিক্ষক রাজু আহমেদ কোন নীতিমালা তোয়াক্কা না করে নিয়ম বহির্ভুত ভাবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভূক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও রিভার ভিউ হাই স্কুলের শিক্ষক হিসেবে সকল অভ্যন্তরীণ বেতন ভাতা উত্তোলন করছেন।

অভিযোগে তিনি জানান, অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদ বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০১৮ সালের নিয়োগ সংক্রান্ত ২য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়ে ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে যোগদান করে এমপিওভুক্ত হন। তার ইনডেক্স নম্বর-১১৫৫২৭৭। সেখানে চাকুরিকালীন ২০২১ সালে এনটিআরসিএ-র ৩য় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে রাজু আহমেদ তার পূর্বের ইনডেক্স নাম্বারের তথ্য গোপন করে একই সনদে  আবেদন করে পুনঃরায় সুপারিশ প্রাপ্ত হয়ে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি যোগদান করে আবারও এমপিও ভুক্তির জন্য উঠেপরে লেগেছেন। অভিযুক্ত রাজু আহমেদ ওদিকে ঝালকাঠির ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এমপিও'র সকল সুযোগ সুবিধা নিচ্ছেন এদিকে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত কর্মরত অবস্থায় সকল অভ্যন্তরীণ বেতন ভাতা উত্তোলন করে এখানেও এমপিও ভুক্তির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বিষয়টি রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষককে অবগত করা হলেও তিনি সে বিষয়টি আমলেই নিচ্ছেন না। এতে অভিযোগকারী শিক্ষক আশরাফি বিনতে ইসলাম অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদে-এর চেয়ে ৮ বছরের সিনিয়র শিক্ষক হওয়ার পরও তার এপপিও ভুক্তির জন্য সুপারিশ না করায় তিনি মানষিক হেনেস্তার স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে রিভার ভিউ হাই স্কুলের একাধিক শিক্ষক জানিয়েছেন, রাজু আহমেদ হঠাৎ গত মে মাস থেকে কোনরূপ ছুটি ছাড়াই উধাও হন পরে জানা যায় তিনি ঝালকাঠিতে গিয়ে চাকুরি করছেন। এই স্কুলের ক্লাস রুটিন, হাজিরা খাতাসহ সমস্ত কাগজপত্রে তার নাম রয়েছে। তিনি এখান থেকে পদত্যাগ করেননি। আমরাই তার ক্লাস চালাই। প্রধান শিক্ষকে সাথে রাজু আহমেদ যোগসাজসে এমন অনৈতিক সুবিধা নিতে পারেন বলে তারাও মনে করছেন। রাজু আহমেদ সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে গিয়ে সরকারি ওয়েবসাইটের ইএমআইএস (এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সেলের তথ্য মতে সেখানে কোনরূপ ইনডেক্স কর্তন ছাড়াই রাজু আহমেদের একই সাথে ২ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রমাণ মেলে। কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে তার পিডিএস (পার্সোনাল ডাটা সিট) আইডি-১০১৫৬৫১৮৪ ও ঝালকাঠির নলছিটি ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে তার পিডিএস আইডি-১০৫৬৭৪৩৪, এমপিও সীট অনুযায়ী তিনি নলছিটি রূপালি ব্যাংক শাখার ৩২২৮০১১০১৯৫৬৯ একাউন্ট থেকে বেতন ভাতা উত্তোলন করেন।
একই সাথে একই পদে ২ প্রতিষ্ঠানে চাকুরি করা বেসরকারি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০২১ এর ১১.১৭ ধারা অনুযায়ী গুরুতর অপরাধ। বিষয়টি কতৃপক্ষ আমলে নিবেন বলে অভিযোগকারীরা জোর দাবী জানান। 

এব্যাপারে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, শিক্ষক রাজু আহমেদ অন্য স্কুলে চাকুরি করেন এটা আমার জানা ছিল না।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, একই ব্যক্তি দু'টি প্রতিষ্ঠানে চাকুরির করার কোন নিয়ম নেই। যদি কেউ করে থাকে এবং বেতন ভাতা উত্তোলন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status