ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন দাবী করে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 September, 2024, 6:56 PM

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন দাবী করে সংবাদ সম্মেলন

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন দাবী করে সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরলে প্রতিবেশির পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে ন্যায় বিচার ও প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরতে আহ্বান জানিয়ে উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন বলেন, তার প্রতিবেশি ওহাব আলী এর নিকট পার্শ্ববর্তী রবিপুর গ্রামের বাসিন্দা মাহাবুব আলম নন-জুডিসিয়াল স্টাম্পে হ্যান্ড নোটের মাধ্যমে প্রায় দেড় বছর আগে ৬০ হাজার টাকা ধার নেয়।

দীর্ঘদিন অতিবাহিত হলেও মাহবুব আলম উক্ত ধারের টাকা পরিশোধ করতে কালক্ষেপন করতে থাকেন। এমতাবস্থায় পাওনাদার ওহাব আলী পাওনা টাকা তুলতে না পেয়ে তাঁর স্মরণাপন্ন হলে মাহাবুব আলম এর সাথে ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হোন এবং টাকা পরিশোধ করতে বলেন। মাহবুব আলম এ বিষয়ে বসে আলোচনার প্রস্তাব দেন এবং গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বিরল পৌরসভার পূর্বমহেশপুর মোড় নামক এলাকায় যেতে বলেন। মাহবুব আলম এর কথামত গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে তার সাথে পাওনাদার আব্দুল ওহাবসহ রুহুল আমীন, বাছেদুর, ফারুক, সোহেল রানা ও রিপনকে সাথে নিয়ে ৩ টি মোটর সাইকেলযোগে পৌরসভাস্থ পূর্বমহেশপুর মোড়ে পৌছা মাত্রই মাহবুব আলম ও তাঁর লোকজন তাদেরকে আটক করে উল্টো ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। মাহবুব আলম ও তাঁর লোকজন অতর্কিতভাবে দা, হাসুয়া, ছোরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অতর্কিত হামলায় তাকেসহ সঙ্গীয় লোক জনকে মারপিট শুরু করে। এতে মিলনসহ ৪ জন গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।

এ সময় মিলনের প্যান্টের দুই পকেটে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও সঙ্গে থাকা ৩ টি মোটর সাইকেলের মধ্যে দুইটি মোটর সাইকেল ভাংচুর করে ও একটিতে আগুন দিয়ে পুড়ে দিয়ে জিম্মি করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আসামীদের কবল হইতে তাদেরকে উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের আঘাতে রুহুল আমীন এর মাথায় রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। রুহুল আমীন এর মাথায় ৭ টি সেলাই হয়েছে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিলাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, বিরল এ মাহবুব আলম (৪০)সহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক বিরল থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।

৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার দুপুরে উপজেলা বিএনপি'র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে পাওনাদার আব্দুল ওহাব, আহত রুহুল আমীন, আহত বাছেদুর, আহত ফারুক, সোহেল রানা ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব তাজুল ইসলাম, সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহিরুল ইসলাম, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, মুরসালিন হোসেন, এ বি মাসুমসহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন মিজানুর রহমান মিলন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status