ভারতে রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল
গাজী মাহমুদ পারভেজ
|
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গত (৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ চত্বরে উলামায়ে কেরাম ও নবী প্রেম তাওহীদি জনতার আয়োজনে এ-ই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি নূর হোসাইন নূরানী, সাইখুল হাদিস মাওলানা হাসান ফারুক, হযরত মাওলানা আবদুল হক হাফি, রসুলপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুক্তার হোসেন মিয়াজি, হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম, মাথাভাঙ্গা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আলিম হুজুর, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা এ এস এম আমির, দড়ি কান্দি মাদ্রাসার মুহতামিম সাইফুল ইসলাম, খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ এর গজারিয়া শাখার সভাপতি আবু হানিফ সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ গজারিয়া থানা শাখার সম্মানিত সভাপতি খতিব আব্দুল্লাহ মাহবুব কাসিমি, খেলাফত মজলিস গজারিয়া থানা শাখার সেক্রেটারি আতাউল্লাহ, গোসাইরচর বাইতুন নূর মাদ্রাসার মুহতামিম হাফেজ শাখওয়াত হুসাইন, টেংগারচর কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম মাওলানা ফারুক আল মাহাদী, বৈদ্যারগাঁও গাও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এসময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |