ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
চমক নিয়ে এলেন রুনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2024, 1:56 PM

চমক নিয়ে এলেন রুনা

চমক নিয়ে এলেন রুনা

মঞ্চ, নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। বয়স থামিয়ে রাখা এই অভিনেত্রী এখনো হাসিতে তারুণ্যের ঝলক ধরে রেখেছেন। অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী আবারো নতুন চমক নিয়ে এলেন।

চমক নিয়ে এলেন রুনা

চমক নিয়ে এলেন রুনা


তার মতে চুল কাটার ধরন, ফ্যাশন এবং লাইফ স্টাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল নিয়ে তার বাড়তি রকমের মনোযোগ রয়েছে। তাই নিজের চুল নিজেই কাটতেন। যদি হাতের কাছে চুল কাটার ভালো যন্ত্র না থাকত, ফ্যাশন সচেতন এই অভিনেত্রী চাকু, বটি দিয়েই নিজের চুল কাটতেন। ছোটবেলা থেকেই তার এই অভ্যস্ততা বর্তমানেও বলবৎ।

চমক নিয়ে এলেন রুনা

চমক নিয়ে এলেন রুনা



এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের চুল নিজের হাতে কাটা আমার পুরোনো অভ্যাস। বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে অনেকগুলো নাটকের কাজও করেছি। এদেশে নারীরা ইচ্ছামতো কিছু করতে পারেন না। আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন। বটি, কাঁচি, চাকু যা ইচ্ছে তা দিয়ে। নারী হয়ে অনেক কিছু না পারার ব্যর্থতা এই ইচ্ছাপূরণের মাধ্যমে ভুলে থাকি। আনন্দ পাই।'

চমক নিয়ে এলেন রুনা

চমক নিয়ে এলেন রুনা


তিনি মাঝে মাঝেই ফটোশুটে অংশ নেন এবং পোশাক ও স্টাইল দিয়ে নজরে আসেন। ফ্যাশন ও জীবনবোধ নিয়ে কথা বলে তিনি বরাবরই আলোচনায় এসেছেন। ফ্যাশন সচেতন এই অভিনেত্রী ফ্যাশন প্রসঙ্গে বলেন, 'পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।'

চমক নিয়ে এলেন রুনা

চমক নিয়ে এলেন রুনা


টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়েই রুনা খানের অভিনয়জীবন শুরু। ২০১৭ সালে হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 'গহীন বালুচর' ও 'ছিটকিনি' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status