নাসরাল্লাহর মরদেহ উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই
নতুন সময় ডেস্ক
|
নিহত হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়াটার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসরাল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করছেন, ইসরায়েলি বোমার আঘাতে ‘ব্লান্ট ট্রমায়’ তার মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো— কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবারের এক বিবৃতিতে নাসরাল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে বা তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। তিন দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইয়েদ হাসান নাসরাল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |