ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
কুড়িগ্রামে ভারত থেকে আমদানি করা ১৯৭ মে.টন কয়লা নিয়ে বিপাকে আমদানিকারক প্রতিষ্ঠান
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 29 September, 2024, 7:45 PM

কুড়িগ্রামে ভারত থেকে আমদানি করা ১৯৭ মে.টন কয়লা নিয়ে বিপাকে আমদানিকারক প্রতিষ্ঠান

কুড়িগ্রামে ভারত থেকে আমদানি করা ১৯৭ মে.টন কয়লা নিয়ে বিপাকে আমদানিকারক প্রতিষ্ঠান

কুড়িগ্রামের চিলমারীতে ভারত থেকে আমদানি করা ১৯৭ মে.টন কয়লা নিয়ে বিপাকে কুড়িগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান আর.কে ড্রেজিং এন্ড কনস্ট্রাকশন। 

গতকাল ২৮ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসুদ কবির রানা নতুন সময় কুড়িগ্রাম অফিসকে জানায়, দুই মালিকের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভারত থেকে আমদানীকৃত ১৯৭ মে.টন কয়লা চিলমারী নদীবন্দরে খালাস করতে দেয়া হচ্ছেনা। এমনকি কয়লা খালাস করতে গেলে আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজারকে হাত-পা ও চোখ বেঁধে পণ্যবাহী বাল্কহেড সরিয়ে নেয়া হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েও কোন প্রতিকার না পেয়ে আমদানিকারক প্রতিষ্ঠানটি

গত বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর রাত ৯ টায় প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে আমদানিকৃত ১৯৭ মে.টন কয়লা খালাসে প্রশাসনের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলন মাসুদ কবির রানা বলেন, ভারত থেকে চলতি বছরের ৫ জুন আমদানীকৃত ১৯৭ মেট্রিক টন কয়লা একটি বাল্কহেড করে নিয়ে আসি। যার সরকার কর্তৃক ধার্যকৃত ভ্যাট, ট্যাক্স, এ.আই.টিসহ সরকারের যাবতীয় পাওনাদি পরিশোধত করা হয়েছে।

বাল্কহেডটি চিলমারী ফকিরেরহাট ঘাটে আসলে সরকারী যাবতীয় নিয়ম মেনে কয়লা আনলোড করতে শুরু করি। কয়লা আনলোড করতে গেলে বাল্কহেডের মুল মালিক মো. আনোয়ার হোসেন কয়লা আনলোড করতে বাঁধা দেয়। বাল্কহেডের ভাড়াটে মালিক মো. আনোয়ার হোসেনের সঙ্গে মূল মালিক আনোয়ার হোসেনের লেনদেন থাকায় কয়লা আনলোড করতে বাঁধা দেয়া হয়। তারপর বাল্কহেডটি কয়লাসহ জোরপূর্বক কাঁচকোল ঘাটে নিয়ে আসেন তারা। এরপর পণ্য খালাসের বিষয়ে স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বৈঠক করে কোন সুফল না পাওয়ায় চিলমারী মডেল থানা এবং জেলা প্রশাসকের নিকট ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করি। অভিযোগ করার ১১ দিন অতিবাহিত হলেও কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন। 

মাসুদ কবির রানা আরও উল্লেখ করে বলেন, এই সময়টিতে বাল্কহেডে দায়িত্বরত আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নুর হোসেনকে 
বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে এবং গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে তাকে (ম্যানেজার) হাত-পা, চোখ-মুখ বেঁধে মোবাইল কেড়ে নিয়ে বাল্কহেডসহ নিয়ে যায় বাল্কহেডের মালিক ও তার লোকজন। 

এরপর বাল্কহেডটি কড়াই বরিশাল এর আগে একটি চরে আটকে যায়। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত কারণে বাল্কহেডের ম্যানেজারকে ঘটনাস্থলে রেখে চলে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি জেলা প্রশাসন থেকে সমাধানের জন্য জোরদাবী জানান হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status