২৮ দিনে এলো ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন সময় প্রতিবেদক
|
রেমিট্যান্স বা প্রবাসী আয়ে গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি সেপ্টেম্বরেও। মাসের ২৮ দিনে এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৮ দিনে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরের ২৮ দিনেই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় ৭৮ কোটি ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। এর আগের বছর ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ মার্কিন ডলারের বেশি। সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের এ অঙ্ক দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |