গাজীপুরে অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের সময় প্রায় ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সদস্যরা। শনিবার ভোরে জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
এক বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাকে করে মাদক পরিবহন করা হচ্ছে। দ্রুত র্যাবের দলটি মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহজনক ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে প্রায় ৭০ কেজি (৬৯.৮) গাঁজা, একটি মোবাইল, নগদ ৮,৪৫০ টাকা, ও ৫৯ ধরনের ১৯৬টি টয়লেট সিরামিক কমোড-সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুর ও ঢাকার আশেপাশের এলাকায় বিক্রির দায় স্বিকার করায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তরের কথা জানায় র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।