ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
সিরামিক টয়লেট কমোড বোঝাই পিকআপে মিলল ৭০কেজি গাঁজা, গ্রেপ্তার-৩
ফাহিম ফরহাদ
প্রকাশ: Sunday, 29 September, 2024, 7:17 PM

সিরামিক টয়লেট কমোড বোঝাই পিকআপে মিলল ৭০কেজি গাঁজা, গ্রেপ্তার-৩

সিরামিক টয়লেট কমোড বোঝাই পিকআপে মিলল ৭০কেজি গাঁজা, গ্রেপ্তার-৩

গাজীপুরে অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের সময় প্রায় ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) এর সদস্যরা। শনিবার ভোরে জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।

এক বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাকে করে মাদক পরিবহন করা হচ্ছে। দ্রুত র‍্যাবের দলটি মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহজনক ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে প্রায় ৭০ কেজি (৬৯.৮) গাঁজা, একটি মোবাইল, নগদ ৮,৪৫০ টাকা, ও ৫৯ ধরনের ১৯৬টি টয়লেট সিরামিক কমোড-সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক মো. জোবায়ের হোসেন (২৪), হেলপার মো. তারেক মনোয়ার (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (১৯)। তাঁরা সকলে রাজশাহীর মোহনপুর থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুর ও ঢাকার আশেপাশের এলাকায় বিক্রির দায় স্বিকার করায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তরের কথা জানায় র‍্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status