ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 28 September, 2024, 10:35 PM

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সাহিত্যসভার আয়োজনে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুড়িগ্রাম কলেজমোড়স্থ সাহিত্যসভা কেন্দ্রে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


১৯৩৫ সালের ২৭ ডিসেম্বরে কুড়িগ্রামে জন্মগ্রহণকারী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গতকাল ২৭ সেপ্টেম্বর ছিলো ৮ম মৃত্যু বার্ষিকী। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয় ৷ উক্ত আয়োজনে সাহিত্যপত্র মহাকাল সম্পাদক ও জাতীয় দৈনিক নতুন সময় পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আহাম্মেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটলম্যাগ 'বিন্দু' সম্পাদক কবি সাম্য রাইয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'শ্বেতপত্র' সম্পাদক মোকলেছুর রহমান, চারু চিত্রশিল্পী ফিরোজ সরকার, 'অনুশীলন' সম্পাদক রিদওয়ান পর্ব, রাজারহাট সাহিত্যসভার সংগঠক রতন অধিকারী প্রমূখ

উল্লেখ্য যে, বৈচিত্রময় জীবনের অধিকারী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্মরণসভায় সৈয়দ শামসুল হকের কবিতা ও তাঁকে নিয়ে লেখা কবিতা পাঠ করা হয়৷ 
এরপর বক্তাগণ সৈয়দ শামসুল হকের  বৈচিত্র্যময় জীবন ও সাহিত্যের নানাদিক নিয়ে আলোচনা করেন। এসময় সৈয়দ হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীর, পদ্মকলি খেলাঘর আসরের পক্ষ থেকে রোহান সহ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ আরো অনেকে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status