ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাশের রুমে ডেকে শিশু ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার
ফাহিম ফরহাদ
প্রকাশ: Saturday, 28 September, 2024, 8:42 PM

বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাশের রুমে ডেকে শিশু ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাশের রুমে ডেকে শিশু ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

গাজীপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সবুজ মিয়া (১৮) নামে পোল্ট্রি ফার্মের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প র‍্যাব-১ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সবুজ মিয়া সুনামগঞ্জের কুড়িহাটিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদরের ২১নং ওয়ার্ড পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় আশরাফুল আলমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ওই বিজ্ঞপ্তির বরাতে র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ৫টার দিকে জিএমপি গাজীপুর সদর থানাধীন ২১নং ওয়ার্ড পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় স্থানীয় ইয়াম ইয়াস পোল্ট্রি ফার্মের কর্মচারী সবুজ মিয়া একই বাসার ৫বছর বয়সী মেয়ে শিশুকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের রুমে নিয়ে গীয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম ধর্ষণের কথা প্রকাশ করতে চাইলে আসামি সবুজ মিয়া ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে ঘরের তোশকের নিচে লুকিয়ে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার দিনই গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে ওই ঘটনার প্রধান আসামি সবুজ মিয়া গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় অবস্থান করছে।

পরে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনৈক শহিদুলের মুদির দোকানের সামনে থেকে আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র‍্যাব কর্মকর্তা মাহফুজ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status