ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীকে শার্টের কলার ধরে বের করে দিয়েছে ডাক্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 28 September, 2024, 8:38 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীকে শার্টের কলার ধরে বের করে দিয়েছে ডাক্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীকে শার্টের কলার ধরে বের করে দিয়েছে ডাক্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ডিস রোগে আক্রান্ত ভর্তি  এক রোগী অপরিচ্ছন্ন ওয়ার্ড পরিস্কার করার অনুরোধ করায় শার্টের কলার ধরে বের করে দিয়েছে কর্তব্যরত এক ডাক্তার।

এ ঘটনার প্রতিবাদে রোগীর স্বজন ও এলাকাবাসী গতকাল ২৭ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, উপজেলার পানিমাছকুটি গ্রামের সাত্তার আলীর ছেলে ইসরাইল হোসেন (৪০) জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গত ২৫ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর বেডে ভর্তি হন। গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে কেবিনের পাশে ময়লা আবর্জনার দুর্গন্ধ ছড়াতে দেখে তিনি পরিচ্ছন্নতা কর্মীকে সেগুলো পরিস্কার করতে বলেন। কিন্তু পরিচ্ছন্নতা কর্মী তার কথা না শুনে অন্যদিকে চলে যায়। তখন রোগী ইসরাইল হোসেন বিষয়টি আবাসিক মেডিকেল অফিসার ডা.বায়েজিদ হাসান বাঁধনকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ইসরাইলের শার্টের কলার ধরে ধাক্কাধাক্কি করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে রিলিজ করে দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন।

বিষয়টি ইসরাইল হোসেনের স্বজন ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিকালে তারা হাসপাতালে এসে ওই ডাক্তারের শাস্তির দাবীতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।  রোগী ইসরাইল হোসেন জানান, আমি অভিযোগ করায় ডা. বাধন আমার শার্টের কলার ধরে ধাক্কা মারে, এক পর্যায়ে তিনি আমাকে মারতে উদ্যত হন। পরে অন্যরোগী ও হাসাপাতালের লোকজন আমাকে রক্ষা করে। মারতে না পেরে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে রিলিজ দিয়ে দেন এবং আমাকে হাসপাতাল থেকে বের করে দেন।

এ ঘটনার প্রতিবাদে রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমন কান্তি সাহা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়ে ফিরে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জনান, এ ঘটনা মৌখিকভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যার সাথে এরকম ঘটনা ঘটানো হয়েছে তার কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।  এ ব্যাপারে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোরশেদ জানান, ঘটনাটি আমি শুনেছি এবং আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জনগণের দাবীর প্রেক্ষিতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যবস্থা নেয়া হবে। 
এ প্রসঙ্গে অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা.বায়েজিদ হাসান বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও ফোনে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status