১৫ বছর পর প্রকাশ্যে পলাশে গণসমাবেশ করলেন জামায়াতে ইসলামী
রাসেল মিয়া, নরসিংদী
|
নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর আজ শনিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ঘোড়াশাল পৌরসভা শাখার আয়োজনে পলাশ বাসস্ট্যান্ডে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌর আমীর এডভোকেট মো: লোকমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আমজাদ হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা (দক্ষিণ) শাখার পৌর আমীর মাওলানা বেলাল হোসেন। গণসমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর,পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মোঃ মোজাম্মেল হক ও উপজেলা সেক্রেটারী মাওলানা মো: মাসুদ করিম ও ইসলামী ছাএশিবিরের উপজেলা শাখার সভাপতি জুবায়ের আল ফাহাদ প্রমুখ। গণসমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |