নৌবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩
নতুন সময় প্রতিবেদক
|
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের সহকারী মোঃ সোহাগকে দুটি পাইরোটেকনিক অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ছেবি বাবুল পালিয়ে যায়। পরবর্তীতে আটকৃক সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ মিল্লাদ এবং মামুন নামের ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটক সন্ত্রাসীদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |