ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
সবজি বিক্রেতাকে গাড়ির ধাক্কা দিয়ে বেধড়ক মার খেয়েছিলেন কপিল শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 September, 2024, 5:30 PM

সবজি বিক্রেতাকে গাড়ির ধাক্কা দিয়ে বেধড়ক মার খেয়েছিলেন কপিল শর্মা

সবজি বিক্রেতাকে গাড়ির ধাক্কা দিয়ে বেধড়ক মার খেয়েছিলেন কপিল শর্মা

বর্তমানে বলিউডের কমেডিয়ান মঞ্চে রাজত্ব করছেন কপিল শর্মা। দিনদিন তার সঞ্চালিত ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। হাস্যরসে ভরপুর এই শো দারুণ উপভোগ করেন দর্শকরা। এবার জানা গেল, মানুষ হাসানো সেই কপিলকেই নাকি বেধড়ক পিটিয়েছিলেন তার বাবা। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা রাজ বব্বর। নানান আড্ডার মাঝে শো সঞ্চালক কপিল শর্মা শেয়ার করলেন তার শৈশবের এক কাহিনী। ছেলেবেলায় কপিল অনেক দুষ্ট ছিলেন। বারে বারে তিনি জানান, পরিবারের সকলেই এক প্রকার তাকে নিয়ে ঠিক কী পরিমাণে ব্যস্ত থাকতেন। এবারেও তার ব্যতিক্রম ঘটল না।

আড্ডার মাঝে কপিল জানান, একবার তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন যে প্রকাশ্যেই তার বাবা তাকে বেধড়ক পিটিয়েছিলেন। তখন কপিলের বয়স মাত্র ১৫ বছর। তাদের বাড়িতে তার বাবার বন্ধু এসেছিলেন। তিনি সঙ্গে এনেছিলেন জিপ, সেই জিপের চাবি তিনি টেবিলের ওপর রাখেন। চোখে পড়তেই কপিল তা সরিয়ে নিয়েছিলেন। কৌতূহলবশত তিনি গাড়ি চালাতে বেরিয়ে পড়েন।

বিষয়টা প্রথমে কেউ লক্ষ্য করেনি। পরবর্তীতে যা ঘটালেন কপিল, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। তিনি গাড়ি চালাতে পারতেন না। কেবল স্টার্ট দিয়েছিলেন। তারপরই পিছনে দাঁড়িয়ে থাকা এক সবজি বিক্রেতাকে ধাক্কা মারেন কপিল।

আওয়াজ পেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা বাবা। এরপরই ঘটে চরম কাণ্ড, কপিলের লেগেছে কি না কেউ খোঁজ নেয় না, উল্টে তাকে বেধড়ক মারতে শুরু করেন তার বাবা। সদ্য সম্প্রচারিত এপিসোডে নিজের জীবনে এই গল্প শেয়ার করেন কপিল শর্মা।

প্রসঙ্গত, ‘দ্য কপিল শর্মা শো’ মূলত একটি কমেডি টক শো, যেখানে জনপ্রিয় সেলিব্রিটি অতিথিরা তাদের চলচ্চিত্র, ব্যক্তিগত জীবন, এবং আসন্ন প্রকল্প নিয়ে কথা বলতে আসেন। শো-এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার হাস্যরসাত্মক এবং বিনোদনমূলক উপস্থাপনা, যা দর্শকদের প্রায়শই হাসির রোলিংয়ে ফেলতে সক্ষম হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status