ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
চিলমারীর রানীগঞ্জ চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিচার দাবী
আহম্মেদুল কবির ,কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 28 September, 2024, 1:36 PM

চিলমারীর রানীগঞ্জ চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিচার দাবী

চিলমারীর রানীগঞ্জ চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিচার দাবী

কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন ১ নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও  দুর্নীতির অভিযোগ তুলে আইনগত বিচার দাবী করা হয়েছে।

আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে  নির্বাচিত ওই ইউপি' র চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে  ইতোমধ্যে সীমাহীন অনিয়ম দুর্নীতি দেখেও কেউ মুখ খুলতে পারেনি। তার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে স্থানীয় ও জেলা শহরের আওয়ামী গুন্ডাদের দিয়ে ভয়ভীতি দেখানো হতো।

গত ২৩ সেপ্টেম্বর ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিশনার মো: আসলাম কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তায় কর্মসূচির আওতায় ২০২২ -২০২৩ অর্থবছরে ৯ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি রাস্তার কাজ ওই রাস্তার পূর্বের হেরিং বন্ডের ইট ও খোয়া তুলে করা হয় এবং উদ্বৃত্ত ইট খোয়া দিয়ে ত্রাণ অফিসের নন-ওয়েজ প্রকল্পের ১ টি বক্স কালভার্টের কাজ দেখিয়ে ২ লক্ষ টাকার অনিয়ম করেন। উদ্বৃত্ত আরো অনেক ইট ও খোয়া নিজে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে টি  আর কর্মসূচির আওতায় ওই ইউপির মোটরসাইকেল গ্যারেজ ঘর মেরামত করণ প্রকল্পের ৮০ হাজার টাকার বরাদ্দ কৃত কাজটি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: বেদনা বেগমের নামে দেয়া হলেও চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু সেই কাজ মহিলা সদস্যকে করতে না দিয়ে মহিলা সদস্যের কাছ থেকে কাজটি নিজে ক্রয় করে নিয়েছেন এমন কাগজপত্র তৈরি করে কোনরূপ কাজ না করেই প্রকল্পের পুরো ৮০ হাজার টাকাই আত্মসাৎ করেন।

অভিযোগে আরও জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে টি আর কর্মসূচির আওতায়  ১  লক্ষ টাকা ব্যয় ইউনিয়ন পরিষদের আসবাবপত্র সরবরাহ প্রকল্পের কাজে কোনরূপ আসবাবপত্র ক্রয় না করেই পুরো টাকাই আত্মসাৎ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১  লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় ৭ নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের মধ্যে নলকূপ স্থাপন করার কথা থাকলেও মূলতঃ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার স্বেচ্ছাচারিতায় প্রকল্পের নীতিমালা অমান্য করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নলকূপ স্থাপনের কাজ খাতা কলমে দেখানো হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ৩  লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩ নং ওয়ার্ড এর বিভিন্ন জায়গা সোলার স্ট্রিট  লাইট স্থাপন শীর্ষক প্রকল্পের ওয়ার্ড কমিটি আহ্বায়কের কোনরূপ মতামত স্বাক্ষর না নিয়েই নিয়ম বহির্ভূত স্বেচ্ছাচারিতার মাধ্যমে সোলার স্ট্রিট  লাইট স্থাপন করে
আর্থিক অনিয়ম করেন।

ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এধরণের আর্থিক দূর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বিচার দাবী করে ওই ইউনিয়নের অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা জানান, চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু এতোই ধুন্ধর যে
ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে একটি সন্ত্রাসী মামলা দায়ের হলেও আওয়ামীলীগ মনোনিত চেয়ারময়ান হওয়ার সুবাদে অন্তবর্তী কালীন  জামিন
নিতে সক্ষম হন।

জানা যায়, চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু দলবলে স্থানীয় ক্ষমতার প্রভাব খাটাতে গিয়ে গত ৩০ আগস্ট রা‌ণিগঞ্জ ইউনিয়‌নের ফ‌কি‌রের বাজা‌রের চৌরাস্তা মো‌ড়ে ইউনিয়ন বিএনপির সাংগঠ‌নিক বৈঠ‌কে হামলা চালালে বেশ কয়েকজন বিএনপির নেতা কর্মী আহত হয়। এ সংক্রান্ত একটি মামলায় অন্তবর্তী কালীন  জামিনে আছেন। আভিযোগ কারী ইউপি সদস্য জানান, এখন সুযোগ হয়েছে দূর্নীতিবাজদের আইনের আওতায় আনার। তিনি আশা প্রকাশ করেন বিচার পাবেন। অপরদিকে চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে জানান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status