ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
সোনু নিগমকে নিয়ে এ কেমন মন্তব্য সোমি আলির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 September, 2024, 10:54 AM

সোনু নিগমকে নিয়ে এ কেমন মন্তব্য সোমি আলির

সোনু নিগমকে নিয়ে এ কেমন মন্তব্য সোমি আলির

বলিউড অভিনেত্রী সোমি আলি ভাইজান সালমান খানের সাবেক বান্ধবী হিসেবেই সর্বাধিক পরিচিত। এবার তিনি অন্যরকম একটা কারণে শিরোনামে এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গায়ক সোনু নিগমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন।


সংগীতশিল্পী সোনু নিগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন অভিনেত্রী সোমি আলি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর পোস্টে তাকে বলতে শোনা গেছে—মানুষ এ রকমই হয় এবং তারা এভাবেই সবার সুবিধা নিয়ে থাকে।’ শুধু তাই নয়, তার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগও করেছেন এ অভিনেত্রী।

সোমি লিখেছেন—এই ব্যক্তির প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল; কিন্তু একটি বই কখনই তার কভার দিয়ে বিচার করা যায় না। বিশ্বাস করুন, আমি প্রতারিত হয়েছি। কল্পনাও করতে পারছি না আমার সঙ্গে এটা যে করেছেন, তিনি আর কেউ নন— সোনু নিগম। ওর থেকে দূরে থাকুন। তিনি ভিডিও তৈরি করতে খুব পছন্দ করেন। এ ধরনের মানুষ অসামাজিক। তারপরও তার গান আমার ভালো লাগে। আমি আশা করিনি যে, তিনি এতটা নর্দমার স্তরে নেমে যাবেন।’

অভিযোগ করে সোমি বলেন, ‘কিছুদিন আগে আমি একটি টকশো শুরু করেছি। কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছি। সোনু নিগম এসে প্রচুর ভালো কথা বলেছিলেন সেখানে। অনেক তথ্যও পেয়েছিলাম। কথাগুলো শুনে আমার মনে হয়েছিল তিনি সত্যিই একজন বিচক্ষণ মানুষ, যা বলছেন সেগুলো হয়তো জীবনে বিশ্বাসও করেন কিন্তু পরে আমি তার সঙ্গে কিছু বিষয়ে যোগাযোগ করায় দেখলাম কোনো মেসেজের আর উত্তর আসেনি।’


তিনি বলেন, ‘টকশো-তে আসার জন্য কোনো টাকা নেননি তিনি। কারণ আমরা টাকাও দিতে পারিনি। খুব ছোট একটা আয়োজন আমাদের। আমাদের কোনো স্পনসর নেই, কিন্তু পরে জানলাম যে, ভদ্রলোক যাকে আমি শ্রদ্ধা করি, তিনি আমার শোতে এসেছিলেন একটি উদ্দেশ্য নিয়ে। তার উদ্দেশ্য ছিল— একজন মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। মুম্বাইয়ের এক ব্যক্তি, যার সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিল।’

 সোমি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, তিনি শোতে এসেছেন, যাতে তিনি তার নিজের কিছু কথা তুলে ধরতে পারেন। একই সঙ্গে কাউকে বোঝানোর চেষ্টা করেছেন—আমি আপনার সাবেকের শোতে আছি, যা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বলা চলে। এ ঘটনার পর সোনুকে আরও একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন সোমি। তবে গায়ক তার সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status