ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মহসিন সম্পাদক মোতালিব
ফাহিম ফরহাদ
প্রকাশ: Thursday, 26 September, 2024, 10:39 PM

গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মহসিন সম্পাদক মোতালিব

গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মহসিন সম্পাদক মোতালিব

গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যাণ সমিতির দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকার রেনেটা বাংলাদেশ লিঃ এর কার্যালয়ে (আইউটি গেটের পূর্ব পার্শ্বে) ২০২৪-২৬ সাল পর্যন্ত দুই বছরের কমিটি গঠনের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মো. বাদল শিকদার ও জেলা সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার। অতিথীরা উপস্থিত থেকে উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে সংশ্লীষ্ট বিষয়ে বিধি নিষেধ বিষয়ক মূল্যবান ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

এতে গাছা থানা ওষুধ ব্যাবসায়ী সমিতির সদস্য-সহ অন্যান্য অতিথীরাও উপস্থিত ছিলেন। এতে উপস্থিত সকল কেমিস্টদের সর্বসম্মতিক্রমে (২০২৪-২৬) দুই বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

সমিতির দ্বি-বার্ষিক এ সম্মেলনে বোর্ডবাজার শরিফ মেডিক্যাল হলের সত্বাধিকারি মো. মহসিন আনসারিকে সভাপতি ও বোর্ডবাজার আল হোসাইন ফার্মেসির স্বত্বাধিকারী আলহাজ্ব মো. মোতালিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। 

এছারাও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন  ৪জন। তারা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয় রোডের মদিনা ফার্মেসির আবুল হোসেন, মহানগরীর ৩৮নং ওয়ার্ডের জয়বাংলা রোডের বাবুল মেডিসিন কর্ণারের গাফফার হোসেন। 

বোর্ড বাজার আলহেরা ডায়াগনস্টিকের নাজিম উদ্দিন। শহিদ সিদ্দিক রোডের  সুলতান জেনারেল হাসপাতালের নজরুল ইসলাম বাচ্চু। এছারা এতে আরও ৩৬ জন কেমিস্ট সদস্য-সহ বিভিন্ন পদে স্থান দিয়ে নতুন এ কমিটি অনুমোদন দেয়া হয়। সংশ্লীষ্টরা জানান এতে আরও কেমিস্টদের যুক্ত হবার সুযোগ রয়েছে।

এ কমিটি পরিচালনায় অন্যান্য নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ১ম স্থানে মূল্যায়ন করে, সভাপতির একক সিদ্ধান্তে কোন কার্যক্রম পরিচালনা না করে সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে যেকোনও কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের বিধান রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status