ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
আমি নির্বাচন করব না: ড. ইউনূস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 September, 2024, 7:27 PM

আমি নির্বাচন করব না: ড. ইউনূস

আমি নির্বাচন করব না: ড. ইউনূস

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন। যোগদান করছেন নানান অনুষ্ঠানেও।

স্থানীয় সময় মঙ্গলবার এমনই একটি অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট-ফরোয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সেখানে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন এই নোবেলজয়ী। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ও।

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক ড. ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।’

নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status