ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
ভাঙ্গায় সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড বাস্তবায়ন পরিষদের মানব বন্ধন
মামুনুর রশীদ,ভাঙ্গা
প্রকাশ: Thursday, 26 September, 2024, 6:50 PM

ভাঙ্গায় সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড বাস্তবায়ন পরিষদের মানব বন্ধন

ভাঙ্গায় সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড বাস্তবায়ন পরিষদের মানব বন্ধন

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কান্ডারী হলেও   তারা আজ চরম বৈষম্যর শিকার বলে দাবী করেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সম্প্রদায়।

তারা ১০ গ্রেড ন্যায্য অধিকার দাবীতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। 

এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়শীল দেশের কাতারে এবং ২৭৯৩ মার্কিন ডলার মাথা পিছু আয়ের উৎস হিসেবে এগিয়ে তখন দেশের প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক সম্প্রদায় বেতন ভাতার বেলায় চরম বৈষম্যর শিকার হচ্ছেন।

১০ ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, একজন শিক্ষক নিয়োগ যোগ্যতা হিসেবে স্নাতক দ্বীতিয় বিভাগ এবং তাদের বেতন গ্রেড ১৩ তম। সেখানে অষ্টম শ্রেণির পাসের একজন সরকারি গাড়ি চালকের বেতন গ্রেড ১২ তম। তুলনামূলক ভাবে বিশ্লষণ করলে দেখা যায় সমযোগ্যতা সম্পন্ন অন্যানো বিভাগের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের বৈষম্য চরমে বিধায় আমরা আজকের বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক নিজেদের অধিকার আদায়ের দাবীতে রাস্তায় নেমে এসেছি।
এসময় উপস্থিত বক্তারা বাংলাদেশের অন্তর বর্তীকালীন প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টার আশু দৃষ্টি আকর্ষণ করেন যাতে শিক্ষক সম্প্রদায় যেন তাদের ন্যাযো দাবী ১০ গ্রেডের বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্যধারা থেকে মুক্তি পায়। 

বক্তব্য রাখেন, শিক্ষক মনির হোসেন, শামচুল হক মাতুব্বর,  সনজয় কুমার, রফিকুল ইসলাম টিটু, মোস্তাফিজুর আলম, এয়ারন চৌধুরী, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status