ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ মস্তকবিহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ভাঙ্গা মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ে সড়কের হাসামদিয়া এলাকায়। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করার পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ খাইরুল আনাম।
পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের পৌরসভার হাসামদিয়া বাস কাউন্টার সামনে রাতে মস্তকবিহীন অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ স্থানীয় জনগণের বরাত দিয়ে আরও জানায়, হাইওয়ে এক্সপ্রেসের রাস্তা পারাপার হওয়ার সময় কোন বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ পুলিশ ও এলাকাবাসীর। নিহত ব্যক্তি একজন পুরুষ। তার পড়নে ছিল লেবন কালার হাফ হাতা গেঞ্জি, কালো কালার প্যান্ট শার্ট। মৃতের সুরতহাল করার সময় তার কাছ থেকে একটি গাড়ির চাবি পাওয়া গেছে। এছাড়াও এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা ব্যাগের মধ্যে একটি গামছা ও দুইটি থ্রি কোয়াটার প্যান্ট ভেজা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী সাংবাদিকদের বলেন, সড়কের উপর মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ লাশটি রাতেই উদ্ধার করে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণে তৎপর রয়েছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।