ছবিগুলো কি শাকিব খানের নায়িকা সাহারার?
নতুন সময় প্রতিবেদক
|
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। প্রায় ৬০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে তিনি। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন। বর্তমানে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী। এরই মধ্যে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় সাহারা। তার নামে ছড়িয়ে পড়েছে অসংখ্য ছবি। যেখানে নতুন এক সাহারাকেই যেন আবিষ্কার করেছেন ভক্তরা। কিছুটা মুটিয়ে গেলেও সাহারার রূপে যেন এতটুকুও ভাটা পড়েনি। অনেকে তার আকর্ষণীয় ফিগার নিয়েও বিভিন্ন মন্তব্য করেন ছবিগুলোর মন্তব্যঘরে। ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে ছবিগুলো ছড়িয়ে পড়তেই, নায়িকার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই সাহারাকে আবারও সিনেমায় কামব্যাক করার পরামর্শ দিয়েছেন। তবে সত্যিটা হচ্ছে, সাহারার নামে ভুয়া কিছু ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। মূলত তাবাসসুম নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো ছড়িয়ে পড়ে। ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি সাহারা নন। তাবাসসুম নামের ওই মেয়ের বডিতে সম্পাদন করে সাহারার মুখ বসানো হয়েছে। সেই ছবি নিয়েই নেটিজেনরা মেতে উঠেছেন। এ বিষয়ে সাহারার কোনো বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |