ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী গার্মেন্টস শ্রমিক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 September, 2024, 2:01 PM
সর্বশেষ আপডেট: Thursday, 26 September, 2024, 2:03 PM

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী গার্মেন্টস শ্রমিক নিহত

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালীব্রীজ এলাকায় গার্মেন্টসের শ্রমিক বহণকারী বাসের সাথে   একটি ট্রাকের  সংঘর্ষে ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন। দুর্ঘটনা কবলিত বাসটি গ্রার্মেন্টেসের কর্মীবহণকারী বাস ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পোনে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের কর্মিবহণকারী বাস ছিল। বাসটি সকাল সাড়ে ৬টায় আরিচা থেকে ছেড়ে গার্মেন্টেসে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম । নিহতরা হলেন, বীথি আকক্তার (২৮) স্বামী-ইকবাল নারায়ণ তেওতা, ফুলি আক্তার (৩২) স্বামী-আব্দুল বাতেন সমেজ ঘর তেওতা, সাবিনা (২০) পিতা- আয়ুব আলী সমেজ ঘর তেওতা, শিবালয়, মানিকগঞ্জ। আহতদের  মধ্যে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে ভর্তি করে ৮জনকে গুরুত্বর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বোয়ালী ব্রিজ এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান। বাসটি ডান পাশের আংশ একেবারে দুমরে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার উত্তর পাশে একটি বৈদ্যুতিক লাইনের খুটিসহ খাদে পড়ে যায়। 

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় এখনো পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status