ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে ফাটল, ইঙ্গিত দিলেন ভাগ্নি নব্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 September, 2024, 11:43 AM

অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে ফাটল, ইঙ্গিত দিলেন ভাগ্নি নব্যা

অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে ফাটল, ইঙ্গিত দিলেন ভাগ্নি নব্যা

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছে। অভিষেক বচ্চনের ভাগ্নি নব্যা আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মামি ঐশ্বরিয়ার ছবি দেখে নীরব থাকলেন। শুধু প্রশংসা করলেন অভিনেত্রী আলিয়া ভাটের। আর তাতেই ভক্ত-অনুরাগীরা ধরেই নিলেন অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে ফাটল স্পষ্ট।

বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা। অথচ তাদের সম্পর্কের পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয়। গত বছরের শেষ থেকেই বচ্চনদের অন্দরমহল নিয়ে মুখর ছিল সামাজিকমাধ্যম। নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি। সপরিবারে দোল উদ্যাপন করেছিলেন তারা। এ ছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। তার পর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। ফিরে এসেই বাবা-মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনেন অভিনেতা। তবে এবার জোর জল্পনা ভাগ্নি নব্যা নভেলি নন্দাকে নিয়ে। আলিয়া ভাটের সঙ্গে মামি ঐশ্বরিয়ার ছবি দেখলেন। তবে প্রশংসা করলেন শুধু আলিয়ার।

প্যারিস ফ্যাশন উইকে গিয়ে নজর কাড়েন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে এ মুহূর্তে দুই বলি নায়িকার ছবি ভাইরাল। কখনো দেখা যাচ্ছে, তারা মার্জারসরণি ধরে হাঁটছেন, কখনো আবার দেখা গেছে, ব্যস্ত প্রসাধনীতে। একই সাজঘরে দেখা গেছে ঐশ্বরিয়া ও আলিয়া ভাটকে। 

সেসব ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন আলিয়া ভাট। আর তাতেই সম্পর্কে কাকিমা আলিয়া ভাটের ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বচ্চনের ভাগ্নি নব্যা। পাশাপাশি মন্তব্যও করেছেন তিনি। কিন্তু মামি ঐশ্বরিয়া বচ্চনকে নিয়ে কোনো মন্তব্য করেননি নব্যা। 

মা বচ্চন বাড়ির মেয়ে। সেই সূত্রে ঐশ্বরিয়া নব্যার মামি। অন্যদিকে বাবা নিখিল নন্দার মা কাপুর পরিবারের মেয়ে। সেই সূত্রে রণবীর কাপুর ও নব্যার বাবা তুতো ভাই। তাই সম্পর্কে নব্যার কাকিমা হন আলিয়া। 

এবার নব্যার মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। নেটিজেনরা ক্ষুব্ধ শ্বেতার মেয়ের ওপর। কেউ লিখেছেন—একটু মামির প্রশংসাও করতে পারতে। কেউ আবার লিখেছেন—মামির দিকে একটু নজর দিন। যদিও প্যারিস ফ্যাশন উইকের পর্ব মিটিয়ে ইতোমধ্যে দেশে ফিরেছেন ঐশ্বরিয়া।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status