মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
নতুন সময় প্রতিবেদক
|
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাক কর্মী ফুলি (৩৩), বিথি (৩৪ এবং সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের কাছে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টেসের পোশাক শ্রমিক বহনকারী বাস ও আরিচামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপরে এবং ট্রাকটি রাস্তা হতে নিচে পড়ে যায়। বাসে থাকা ২৫-৩০ নারী শ্রমিক ছিল। দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে চিকিৎসক বীথি আক্তার, ফুলি ও সাবিনাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |