ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
লেভানদোভস্কির গোলে বার্সার সাতে সাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 September, 2024, 10:10 AM

লেভানদোভস্কির গোলে বার্সার সাতে সাত

লেভানদোভস্কির গোলে বার্সার সাতে সাত

অনেক সুযোগ হাতছাড়া করা বার্সেলোনার জয়রথ থামানোর সুযোগ পেয়েছিল গেতাফে। কিন্তু বোর্হা মায়োরালের নিদারুণ ব‍্যর্থতায় সেটি পারেনি সফরকারীরা। রবের্ত লেভানদোভস্কির গোলে স্পেনের শীর্ষ লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের দল।

লা লিগার ম‍্যাচে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ২০১৭ সালের পর এই প্রথম লিগের প্রথম সাত ম‍্যাচেই জিতল তারা।

পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল গেতাফে এখন পর্যন্ত আসরে গোল করতে পেরেছে কেবল তিনটি। এর দুটি কর্নার ও অন‍্যটি পেনাল্টি থেকে। ওপেন প্লে থেকে প্রথম গোলে বার্সেলোনার মাঠ থেকে মহামূল‍্য একটি পয়েন্ট পেতে পারত তারা। কিন্তু অন্তিম সময়ে হুয়ান ইগলেসিয়াসের ক্রসে পেনাল্টি স্পটের কাছে বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি মায়োরাল। রেয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ডের ব‍্যর্থতায় অনেক সুযোগ হাতছাড়ার মাশুল থেকে বেঁচে গেল ফ্লিকের দল।

আগের পাঁচ ম‍্যাচের তিনটিতেই বার্সেলোনার সঙ্গে ড্র করা গেতাফের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ১৫ মিনিটে তিনটি সুযোগ তৈরি করে তারা। এর সেরাটা পান কার্লোস পেরেস। অষ্টম মিনিটে তার হেড ডাইভ দিয়ে গোললাইনের সামনে ঠেকিয়ে দেন ইনাকি পেনা। এরপর আর তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি তাকে।

নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া বার্সেলোনা এগিয়ে যায় ১৯তম মিনিটে। জুল কুন্দের ক্রস অনেকটা লাফিয়েও নিয়ন্ত্রণে নিতে পারেননি গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। বল পেয়ে যান অরক্ষিত লেভানদোভস্কি। অনায়াসে জাল খুঁজে নেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার।

আসরে এটি তার সপ্তম গোল।

চার মিনিট পর বাড়তে পারত ব‍্যবধান। রাফিনিয়ার চমৎকার কাট ব‍্যাকে লামিনে ইয়ামালের চেষ্টা একটুর জন‍্য লক্ষ্যে থাকেনি।

২৯তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের বাড়ানো বলে ব‍্যবধান বাড়ানোর সুযোগ পান রাফিনিয়া। তবে অগাস্টের সেরার পুরস্কার জেতা ব্রাজিলিয়ান উইঙ্গার শট লক্ষ্যে রাখতে পারেননি।

দুই মিনিট পর ফের জালে বল পাঠান লেভানদোভস্কি। কিন্তু তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল।

৩৩তম মিনিটে কাছের পোস্টে লেভানদোভস্কির শট হাঁটু দিয়ে ঠেকিয়ে দেন গেতাফে গোলরক্ষক। আট মিনিট পর ইয়ামালের শট বেরিয়ে যায় পোস্টের পাশ দিয়ে।

দ্বিতীয়ার্ধে আবার সুযোগ পান ইয়ামাল। ৫৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে এই তরুণের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান সোরিয়া।

৭১তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক কোনোমতে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গেতাফে গোলরক্ষক। সেই কর্নার থেকেই বল পেয়ে বুলেট গতির শট নেন ইয়ামাল। যা বেরিয়ে যায় ক্রসবার ছুঁয়ে।

সাত মিনিট পর ব‍্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এরিক গার্সিয়া। রাফানিয়ার ফ্রি কিকে বল পেয়ে খুব কাছ থেকে বিস্ময়করভাবে ক্রসবারের ওপর দিয়ে মারেন তিনি।

৮২তম মিনিটে আবার সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। কুন্দের দারুণ ক্রসে অরক্ষিত রাফিনিয়ার হেড যায়নি লক্ষ্যের ধারে কাছে।

শেষ দিকে বার্সেলোনাকে ভীষণ চাপে রাখা গেতাফে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি স্পটের কাছে ক্রস পেয়েও ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি মায়োরাল।

লিগে আগের তিন ম‍্যাচে ১৬ গোল করা ফ্লিকের দলে আসরে দ্বিতীয়বারের মতো অক্ষত রাখতে পারল জাল।

৭ ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী রেয়াল।

আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া গেতাফের পয়েন্ট ৪।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status