ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
তেঁতুলিয়া বাংলাবান্ধার মিলন চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 25 September, 2024, 6:42 PM

তেঁতুলিয়া বাংলাবান্ধার  মিলন চেয়ারম্যান  সাময়িক বরখাস্ত

তেঁতুলিয়া বাংলাবান্ধার মিলন চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সমালোচিত ইউ পি চেয়ারম্যান কুদরত – ই- খুদা মিলনকে অর্থ  আত্মসাৎ, জমি জবরদখল, শ্রমিক নিযোগ বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা ধরনের অভিযোগের ভিত্তিতে ও প্রায় ২ মাস কার্যালয়ে অনুপস্থিতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার ২৫ সেপ্টেম্বর তারিখে ড. মনসুরা বেগম (উপসচিব) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের , স্থানীয় সরকার বিভাগ ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং ৫ আগস্ট হতে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৫ সেপ্টেম্বর এর ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status