ভূঞাপুরে চলন্ত বাস বসত ঘরে ঢুকে নিহত ১, আহত ২০
নতুন সময় প্রতিনিধি
|
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া এলাকায় চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত হালিম উপজেলার অর্জুনা গ্রামের লাল খা’র ছেলে। সে কুঠিবয়ড়া বাজারে মিষ্ঠির দোকান করতো। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |