পীরগঞ্জে সীমান্তে আটক বিএসএফের সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
দিপংকর রায়,দিনাজপুর
|
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, চান্দের হাট সীমান্ত এলাকায় গরু ঘাস খাওয়াতে কয়েকজন রাখাল সীমান্তে গেলে। ওই সময় সেখানে বিএসএফের ওই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন। এসময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বিএসএফ সদস্যকে চান্দেরহাট বিজিবি ক্যাম্পে রাখা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |