ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৩ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 September, 2024, 1:27 PM

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৩ হাজার

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৩ হাজার

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটির ওপর টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। আর জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় ৩ হাজার। জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের। যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ। হালনাগাদ প্রতিবেদেনের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির ওপর টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০।

অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি। ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান- সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বলে জানা গেছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status