ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 25 September, 2024, 1:03 PM

শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম।  

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। 

উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। 

বিশেষত: প্রতিমা তৈরীর স্থানের নিরাপত্তা, বিট পুলিশিং এর মাধ্যমে মন্দির ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা (সাদা পোষাকে) ইত্যাদি সংক্রান্তে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। 

পূজামন্ডপসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার সদস্যগণ দায়িত্বে নিয়োজিত থাকবেন। ময়মনসিংহে অধিক গুরুত্বপূর্ণ ২৭৩ টি, গুরুত্বপূর্ণ ৩৬৮ টি ও সাধারণ ৮১২ টি পূজামন্ডপ রয়েছে। এগুলোর নিরাপত্তার স্বার্থে মোবাইল টিম এলাকা ভিত্তিক টহল ডিউটিতে নিয়োজিত থাকবে। 

এছাড়াও হোন্ডা মোবাইল ডিউটির পাশাপাশি গোয়েন্দা পুলিশের ৫ টি টিম সার্বিকনিরাপত্তার জন্য কাজ করবে। 

বিসর্জনের দিন নদীতে পুলিশের নৌ টহল থাকবে এবং দূর্ঘটনা এড়াতে ফাঁয়ার সার্ভিস এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি টিম কাজ করবে। 

থানাগুলোতে এই নিরাপত্তা পরিকল্পনা সমন্বয় ও নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকবে। ছিনতাই এড়াতে সাদা পোষাকে পুলিশ কাজ করবে। পূজামন্ডপে আগত নারী দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নারী পুলিশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো গুজব প্রতিহত করার লক্ষ্যে সাইবার মনিটরিং টিম কাজ করবে। 

এছাড়াও পূজামন্ডপে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে শহর এলাকায় ফুটপাতে অবৈধ দোকান বন্ধ থাকবে। পূজা উপলক্ষে বিভিন্ন মার্কেটে ছিনতাই ও চুরি দমনে বড় বড় মার্কেটগুলোতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সর্বোপরি পূজার সময় জেলা পুলিশ কন্ট্রোল রুম হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা প্রদানে জেলা পুলিশ সকলের দৃঢ় আস্তা ও ঐকান্তিক সহযোগিতা কামনা করছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status