বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও নির্যাতিত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
রাসেল মিয়া,পলাশ
প্রকাশ: Wednesday, 25 September, 2024, 1:01 PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে নরসিংদীতে বিভিন্নভাবে সাহায্যকারী, অংগ্রহনকারী ও নির্যাতিত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষকদের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আহবায়ক মো.হাসিবুর রহমান অনিক এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম জাহিদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলা সভাপতি অধ্যাপক মকবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ড.মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম মৃধা, অধ্যক্ষ এ কে আহসান মাহবুব, অধ্যক্ষ আরিফ পাঠান, উদয়ন কলেজের প্রভাষক সোহেল মিয়া,ইমপিরিয়াল কলেজের সভাপতি ইব্রাহীম খলীল, মো.আমিনুল এহসান,প্রভাষক এস এইচ মিলন, প্রভাষক আজিজুর রহমান, প্রভাষক সজিব মিয়া,প্রভাষক রায়হানুল ফয়সাল, অধ্যক্ষ আরিফুর রহমান, অধ্যক্ষ সাইদুজ্জামান প্রমুখ
আজ মঙ্গলবাল সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।