জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে গাজীপুর সদর উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশের মূল স্লোগান ছিল "তথ্য দিন, সেবা নিন" এবং "বিট পুলিশিং করি, নিরাপদ সমাজ গড়ি।" এছাড়াও "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি"—এইসব বিষয় বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু তাহের মুসল্লী প্রমুখ।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সক্রিয় ভূমিকার আহ্বান জানান এবং সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।