রোনালদোর সঙ্গী ছাড়াও মাল্টি-মিলিয়ন ডলারের ব্যবসায়ী জর্জিনা যেসব কারণে বিখ্যাত
নতুন সময় ডেস্ক
|
রোনালদোর সঙ্গীর পাশাপাশি ফ্যাশন ও বিনোদন জগতে জর্জিনা নিজের বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি গুচি, প্রাডা ও চ্যানেলের মতো নামীদামী ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। একইসাথে ভোগ ও গ্রাজিয়ার মতো ফ্যাশন ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 'ইউর ক্রিস্টিয়ানো' নামের ইউটিউব চ্যানেলটি কয়েক ঘণ্টার মাঝেই ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার স্পর্শ করেছে। বর্তমানে এই তারকা ফুটবলার নিজস্ব চ্যানেলে বেশ সরব। সেখানে তিনি নিজের নানা অজানা বিষয় সম্পর্কে ভক্তদের জানাচ্ছেন। একইসাথে চ্যানেলে তার সাথে দেখা যাচ্ছে সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে। তবে রোনালদোর সঙ্গী ছাড়াও বৈশ্বিকভাবে বর্তমানে জর্জিনার আলাদা পরিচয় রয়েছে। ১৯৯৪ সালে জন্মগ্রহণ করা এই মডেল বিনোদন জগতের এক বড় তারকা। একইসাথে ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আর্জেন্টিনায় জন্মগ্রহণ করলেও বর্তমানে মাল্টি-মিলিয়ন ডলারের ব্যবসায়ী জর্জিনা বড় হয়েছেন স্পেনের ছোট শহর জাকায়। খুব অল্প বয়স থেকেই তার নাচের প্রতি আগ্রহ ছিল। এক পর্যায়ে তিনি মাদ্রিদে বসবাস শুরু করেন। সেখানে গুচি ব্র্যান্ডের স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হন। এই কাজের সূত্র ধরেই ২০১৬ সালে রোনালদোর সাথে জর্জিনার প্রথম সাক্ষাৎ হয়। রোনালদো ও জর্জিনার প্রথম সাক্ষাৎ রোনালদো ও জর্জিনার সাক্ষাৎ যেন অনেকটা রোমান্টিক সিনেমার গল্পের মতো। মূলত ২০১৬ সালে গুচি স্টোরেই ফুটবল তারকার সাথে তার পরিচয়। রোনালদোকে প্রথম দেখায় স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত বোধ করেছিলেন জর্জিনা। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে এই কথা অকপটে স্বীকার করেছেন তিনি। ঐ দিনের স্মৃতিচারণায় জর্জিনা বলেন, "তার উচ্চতা, দৈহিক গড়ন ও সৌন্দর্য আমাকে আকর্ষিত করেছিল। আমি তার সামনে কাঁপছিলাম।" যদিও প্রথমদিন রোনালদোর সাথে ভালোভাবে পরিচিত হতে পারেননি জর্জিনা। ভাগ্যে লেখা ছিল ভিন্ন পরিকল্পনা। কয়েকদিন পর একটি বিলাসবহুল ব্র্যান্ডের ইভেন্টে দুইজনের ফের সাক্ষাৎ হয়। সেক্ষেত্রে এবারের পরিবেশ ছিল শান্ত। তাই সেখানে দুইজন বেশ ভালোভাবে পরিচিত হন। সেদিনের ঘটনাকে জাদুকরী মুহূর্ত বলে অভিহিত করে জর্জিনা বলেন, "ব্র্যান্ডের ইভেন্টে আমাদের ফের সাক্ষাৎ হয়। দুইজনের ভেতরেই তখন প্রথম দেখায় ভালোবাসার অনুভূতি জাগে। " তখন থেকেই রোনালদো ও জর্জিনার সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। এছাড়াও রোনালদোর আরও তিন সন্তান তাদের সাথেই থাকছেন। রোনালদোর সঙ্গীর পাশাপাশি ফ্যাশন ও বিনোদন জগতে জর্জিনা নিজের বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি গুচি, প্রাডা ও চ্যানেলের মতো নামীদামী ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। একইসাথে ভোগ ও গ্রাজিয়ার মতো ফ্যাশন ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছেন। জর্জিনা সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তার রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। 'আই এম জর্জিনা' ডকুমেন্টরি ২০২২ সালে নেটফ্লিক্সে জর্জিনার ডকুমেন্টরি প্রকাশ পায়। এর মাধ্যমে তিনি অনেকের কাছেই একজন সত্যিকারের পপ কালচার আইকন হিসেবে প্রতিষ্ঠিত হন। যেখানে এই মডেল নিজেকে একজন মা, সঙ্গী ও তারকা হিসেবে তুলে ধরেন। যাতে করে ভক্তদের কাছে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন তারকা হিসেবে নিজেকে ফুটিয়ে তুলেছেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |